سنن الدارمي
Sunan Ad-Darimi
সুনান আদ-দারিমী
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَادِيهِمْ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّمَا أَنَا رَحْمَةٌ مُهْدَاةٌ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح ولكنه مرسل
অনুবাদঃ ১৫. আবু সালিহ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে ডেকে বলতেন: হে মানব মণ্ডলী! নিশ্চয় আমি রহমত ও উপহার (হিসেবে প্রেরিত)।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ। তবে এটি মুরসাল। তবে অনেকে এ হাদীস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন যার সনদ সহীহ।
তাখরীজ: বাযযার (৩/১১৪, নং ২৩৬৯); তাবারানী, আস সগীর (১/৯৫) এবং আল আওসাত (৫, ৩০); মুসনাদুশ শিহাব (১১৬০, ১১৬১); বাইহাকী, দালাইল ১/১৫৮ যিয়াদ্ ইবনু ইয়াহইয়া আল হাসানী হতে .... আবু সালেহ আবু হুরায়রা হতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ... এর সনদ সহীহ ।