موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (16)
16 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ بْنِ الْخَطَّابِ كَانَ يَقُولُ: إِذَا فَاتَتْكَ الرَّكْعَةُ فَقَدْ فَاتَتْكَ السَّجْدَةُ.
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলতেন: যখন তোমার (কোনো) রাকাত ছুটে যায়, তখন তোমার সিজদাও ছুটে যায়।