موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (20)
20 - وَحَدَّثَنِي عَن مالِكٍ، عَن دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، قَالَ: أَخْبَرَنِي مُخْبِرٌ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ كَانَ يَقُولُ: دُلُوكُ الشَّمْسِ إِذَا فَاءَ الْفَيْءُ، وَغَسَقُ اللَّيْلِ اجْتِمَاعُ اللَّيْلِ وَظُلْمَتُهُ .
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলতেন: ‘দূলূকুশ শামস’ (সূর্য ঢলে পড়া) হলো যখন ছায়া সৃষ্টি হয় (অর্থাৎ সূর্য মধ্যকাশ থেকে পশ্চিমে হেলে যায়)। আর ‘গাসাকুল লাইল’ (রাত্রির অন্ধকার) হলো যখন রাত একত্র হয় ও তার অন্ধকার ঘনীভূত হয়।