موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2720)
2720 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ اكْتَوَى مِنَ اللَّقْوَةِ، وَرُقِيَ مِنَ الْعَقْرَبِ.
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি ’লাকওয়া’ (মুখমণ্ডলের অসাড়তা বা প্যারালাইসিস) রোগের জন্য সেঁক বা দগ্ধ করার মাধ্যমে চিকিৎসা নিয়েছিলেন এবং বিচ্ছুর কামড়ের জন্য ঝাড়-ফুঁক (রুকইয়াহ) গ্রহণ করেছিলেন।