موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2730)
2730 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ النَّبِيَّ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: أَنَا وَكَافِلُ الْيَتِيمِ لَهُ أَوْ لِغَيْرِهِ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ إِذَا اتَّقَى، وَأَشَارَ بِإِصْبُعَيْهِ الْوُسْطَى وَالَّتِي تَلِي الإِبْهَامَ.
অনুবাদঃ সাফওয়ান ইবনু সুলাইম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমি এবং ইয়াতিমের লালন-পালনকারী—সে ইয়াতিম তার আত্মীয় হোক বা অনাত্মীয়—জান্নাতে এই দুইটির মতো থাকব, যদি সে আল্লাহকে ভয় করে (তাকওয়া অবলম্বন করে)।
আর তিনি তাঁর মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলির পার্শ্ববর্তী আঙ্গুলটি (শাহাদাত আঙ্গুল) দ্বারা ইশারা করলেন।