موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
2740 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن سُمَيٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، أَنَّ كَعْبَ الأَحْبَارِ قَالَ: لَوْلاَ كَلِمَاتٌ أَقُولُهُنَّ، لَجَعَلَتْنِي يَهُودُ حِمَارًا، فَقِيلَ لَهُ: وَمَا هُنَّ؟ فَقَالَ: أَعُوذُ بِوَجْهِ اللهِ الْعَظِيمِ، الَّذِي لَيْسَ شَيْءٌ أَعْظَمَ مِنْهُ، وَبِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ الَّتِي لاَ يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلاَ فَاجِرٌ، وَبِأَسْمَاءِ اللهِ الْحُسْنَى كُلِّهَا، مَا عَلِمْتُ مِنْهَا وَمَا لَمْ أَعْلَمْ، مِنْ شَرِّ مَا خَلَقَ وَبَرَأَ وَذَرَأَ.
অনুবাদঃ কা’ব আল-আহবার থেকে বর্ণিত, তিনি বলেছেন: যদি না আমি কয়েকটি বাক্য বলতাম, তবে ইয়াহুদিরা আমাকে গাধা বানিয়ে দিত।
তখন তাঁকে জিজ্ঞাসা করা হলো: সেই বাক্যগুলো কী?
তিনি বললেন: আমি আশ্রয় চাই মহান আল্লাহ্র চেহারার (সত্তার) মাধ্যমে, যার চেয়ে মহান আর কিছুই নেই। এবং আল্লাহ্র সেই পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে, যা কোনো নেককার বা ফাসিক ব্যক্তি অতিক্রম করতে পারে না। আর আল্লাহ্র সমস্ত সুন্দর নামসমূহের (আসমাউল হুসনা) মাধ্যমে—যা আমি জানি আর যা আমি জানি না—তিনি যা কিছু সৃষ্টি করেছেন, অস্তিত্বে এনেছেন এবং অস্তিত্বদান করেছেন, সেগুলোর অনিষ্ট থেকে।