الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2753)


2753 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ، عَن أُمِّهِ، عَن عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، أَنَّهُ بَلَغَهَا: أَنَّ أَهْلَ بَيْتٍ فِي دَارِهَا، كَانُوا سُكَّانًا فِيهَا، وَعِنْدَهُمْ نَرْدٌ، فَأَرْسَلَتْ إِلَيْهِمْ لَئِنْ لَمْ تُخْرِجُوهَا لأُخْرِجَنَّكُمْ مِنْ دَارِي، وَأَنْكَرَتْ ذَلِكَ عَلَيْهِمْ.




অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা), নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, থেকে বর্ণিত।

তাঁর (আয়িশা রাঃ) কাছে এই খবর পৌঁছাল যে তাঁর বাড়িতে বসবাসকারী একটি পরিবারের কাছে পাশা (নারদ) খেলার সামগ্রী ছিল। তখন তিনি তাদের কাছে লোক পাঠালেন (এবং বলে পাঠালেন), “যদি তোমরা তা (পাশা) বের করে না দাও, তবে আমি তোমাদেরকে আমার বাড়ি থেকে বের করে দেব।” এবং তিনি তাদের এই কাজের তীব্র নিন্দা করলেন।