الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2774)


2774 - حَدَّثَنِي مَالِكٌ، عَن عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَن سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّهُ قَالَ: دَخَلَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ بَيْتَ مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ، فَإِذَا ضِبَابٌ فِيهَا بَيْضٌ، وَمَعَهُ عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ، وَخَالِدُ بْنُ الْوَلِيدِ، فَقَالَ: مِنْ أَيْنَ لَكُمْ هَذَا؟ فَقَالَتْ: أَهْدَتْهُ إِلَيَّ أُخْتِي هُزَيْلَةُ بِنْتُ الْحَارِثِ، فَقَالَ لِعَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، وَخَالِدِ بْنِ الْوَلِيدِ: كُلاَ، فَقَالاَ: وَلاَ تَأْكُلُ أَنْتَ يَا رَسُولَ اللهِ؟ فَقَالَ: إِنِّي تَحْضُرُنِي مِنَ اللهِ حَاضِرَةٌ، قَالَتْ مَيْمُونَةُ: أَنَسْقِيكَ يَا رَسُولَ اللهِ مِنْ لَبَنٍ عِنْدَنَا؟ فَقَالَ: نَعَمْ، فَلَمَّا شَرِبَ، قَالَ: مِنْ أَيْنَ لَكُمْ هَذَا؟ فَقَالَتْ: أَهْدَتْهُ إِلَيَّ أُخْتِي هُزَيْلَةُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: أَرَأَيْتِكِ جَارِيَتَكِ الَّتِي كُنْتِ اسْتَأْمَرْتِينِي فِي عِتْقِهَا، أَعْطِيهَا أُخْتَكِ، وَصِلِي بِهَا رَحِمَكِ، تَرْعَى عَلَيْهَا، فَإِنَّهُ خَيْرٌ لَكِ.




অনুবাদঃ সুলাইমান ইবনু ইয়াসার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমূনাহ বিনতে হারিস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর ঘরে প্রবেশ করলেন। সেখানে তিনি কিছু ডাব (গিরগিটির মতো এক প্রকার প্রাণী) এবং তার ডিম দেখতে পেলেন। তাঁর সাথে ছিলেন আবদুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং খালিদ ইবনু ওয়ালীদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)।

তিনি জিজ্ঞাসা করলেন, ‘তোমরা এগুলো কোথায় পেলে?’

মাইমূনাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, ‘আমার বোন হুযাইলা বিনতে হারিস আমাকে এগুলো উপহার হিসেবে পাঠিয়েছে।’

তখন তিনি আবদুল্লাহ ইবনু আব্বাস ও খালিদ ইবনু ওয়ালীদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বললেন, ‘তোমরা খাও।’

তারা দুজন বললেন, ‘হে আল্লাহর রাসূল! আপনি কি খাবেন না?’

তিনি বললেন, ‘আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একজন (সতর্ককারী) উপস্থিত থাকেন (অর্থাৎ এটি আমার রুচি হয় না)।’

এরপর মাইমূনাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, ‘হে আল্লাহর রাসূল! আমাদের কাছে কিছু দুধ আছে, আমি কি আপনাকে তা পান করাবো?’

তিনি বললেন, ‘হ্যাঁ।’

যখন তিনি দুধ পান করলেন, তখন জিজ্ঞাসা করলেন, ‘তোমরা এটি কোথায় পেলে?’

তিনি বললেন, ‘আমার বোন হুযাইলা আমাকে এটি উপহার হিসেবে পাঠিয়েছে।’

তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমার সেই দাসীটির কথা কি মনে আছে, যার মুক্তির ব্যাপারে তুমি আমার কাছে পরামর্শ চেয়েছিলে? তুমি তাকে তোমার বোনকে দিয়ে দাও এবং এর মাধ্যমে তুমি তোমার আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করো। সে যেন তার (বোনের) পরিচর্যা করে। নিঃসন্দেহে এটি তোমার জন্য উত্তম হবে।’