موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2780)
2780 - حَدَّثَنِي مَالِكٌ، عَن أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَن أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: رَأْسُ الْكُفْرِ نَحْوَ الْمَشْرِقِ، وَالْفَخْرُ وَالْخُيَلاَءُ فِي أَهْلِ الْخَيْلِ وَالإِبِلِ الْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ، وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ.
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
কুফরের মূল বা কেন্দ্রস্থল হলো প্রাচ্যের (পূর্ব দিকের) দিকে। আর অহংকার ও দাম্ভিকতা সেই সমস্ত বেদুঈনদের মধ্যে, যারা উচ্চস্বরে কথা বলে, পশমের (উলের) পোশাক পরিধান করে এবং যারা ঘোড়া ও উটের মালিক। আর ধীরস্থিরতা ও প্রশান্তি হলো ছাগল-ভেড়ার মালিকদের মধ্যে।