الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2784)


2784 - وَحَدَّثَنِي مَالِكٌ (1)، عَن نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُقَرَّبُ إِلَيْهِ عَشَاؤُهُ، فَيَسْمَعُ قِرَاءَةَ الإِمَامِ وَهُوَ فِي بَيْتِهِ، فَلاَ يَعْجَلُ عَن طَعَامِهِ، حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ.
_حاشية__________
(1) وهو في رواية أَبِي مُصْعَب الزُّهْرِي للموطأ (1944)، وسُوَيْد بن سَعِيد (701).




অনুবাদঃ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যখন তাঁর রাতের খাবার তাঁর সামনে আনা হতো এবং তিনি তাঁর ঘরে থেকেই ইমামের (নামাজের) কিরাত শুনতে পেতেন, তবুও তিনি খাবার থেকে তাড়াহুড়ো করতেন না, যতক্ষণ না তিনি তা থেকে তাঁর প্রয়োজন পূর্ণ করতেন (অর্থাৎ, খাওয়া শেষ করতেন)।