موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2795)
2795 - وحَدَّثَنِي مَالِكٌ، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَرَادَ الْخُرُوجَ إِلَى الْعِرَاقِ، فَقَالَ لَهُ كَعْبُ الأَحْبَارِ: لاَ تَخْرُجْ إِلَيْهَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، فَإِنَّ بِهَا تِسْعَةَ أَعْشَارِ السِّحْرِ، وَبِهَا فَسَقَةُ الْجِنِّ، وَبِهَا الدَّاءُ الْعُضَالُ.
অনুবাদঃ উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত...
নিশ্চয় উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ইরাকের উদ্দেশ্যে বের হওয়ার ইচ্ছা করলেন। তখন কা’বুল আহবার তাঁকে বললেন, “হে আমীরুল মু’মিনীন! আপনি সেখানে যাবেন না। কারণ, সেখানে রয়েছে দশ ভাগের নয় ভাগ জাদু, সেখানে রয়েছে অবাধ্য (বা পাপাচারী) জিনেরা এবং সেখানে রয়েছে কঠিন দুরারোগ্য ব্যাধি।”