موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
28 - وَحَدَّثَنَا مَالِكٍ، عَن عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، مَوْلَى الأَسْوَدِ بْنِ سُفْيَانَ، عَن أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَعَن مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَن أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: إِذَا اشْتَدَّ الْحَرُّ، فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ.
وَذَكَرَ: أَنَّ النَّارَ اشْتَكَتْ إِلَى رَبِّهَا، فَأَذِنَ لَهَا فِي كُلِّ عَامٍ بِنَفَسَيْنِ: نَفَسٍ فِي الشِّتَاءِ، وَنَفَسٍ فِي الصَّيْفِ.
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যখন গরম তীব্র হয়, তখন তোমরা (গরম কমে আসা পর্যন্ত) নামায বিলম্বিত করো, কারণ গরমের এই তীব্রতা জাহান্নামের উত্তাপ (বা নিশ্বাস) থেকে আসে।
এবং তিনি (রাসূলুল্লাহ সাঃ) আরও উল্লেখ করেন: জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করেছিল। তখন তিনি (আল্লাহ) তাকে প্রতি বছর দুটি নিশ্বাস ছাড়ার অনুমতি দিলেন: একটি নিশ্বাস শীতকালে এবং একটি নিশ্বাস গ্রীষ্মকালে।