موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
2804 - حَدَّثَنِي مَالِكٌ، عَن أَبِي عُبَيْدٍ، مَوْلَى سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَن خَالِدِ بْنِ مَعْدَانَ يَرْفَعُهُ قَالَ: إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ، وَيَرْضَى بِهِ، وَيُعِينُ عَلَيْهِ مَا لاَ يُعِينُ عَلَى الْعُنْفِ، فَإِذَا رَكِبْتُمْ هَذِهِ الدَّوَابَّ الْعُجْمَ، فَأَنْزِلُوهَا مَنَازِلَهَا، فَإِنْ كَانَتِ الأَرْضُ جَدْبَةً، فَانْجُوا عَلَيْهَا بِنِقْيِهَا، وَعَلَيْكُمْ بِسَيْرِ اللَّيْلِ، فَإِنَّ الأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ، مَا لاَ تُطْوَى بِالنَّهَارِ، وَإِيَّاكُمْ وَالتَّعْرِيسَ عَلَى الطَّرِيقِ، فَإِنَّهَا طُرُقُ الدَّوَابِّ، وَمَأْوَى الْحَيَّاتِ.
অনুবাদঃ খালিদ ইবনু মা’দান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি মারফূ’ সূত্রে (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে) বলেন:
নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোমলতা পছন্দকারী (রাফীক)। তিনি কোমলতা ভালোবাসেন, এর প্রতি সন্তুষ্ট হন এবং এর উপর এমন সাহায্য করেন যা তিনি কঠোরতার উপর করেন না।
সুতরাং যখন তোমরা এই নির্বাক পশুগুলির উপর আরোহণ করবে, তখন তাদেরকে তাদের বিশ্রামের জায়গায় নামিয়ে দেবে। যদি ভূমি অনুর্বর ও শুষ্ক হয়, তবে তোমরা তাদের পুষ্টির উপর নির্ভর করে দ্রুত তা পার হয়ে যাও।
তোমরা রাতের বেলা ভ্রমণকে আবশ্যক করে নাও। কারণ রাতের বেলায় পথ যতটা অতিক্রম করা যায় (সংকুচিত হয়), দিনের বেলায় ততটা হয় না।
আর তোমরা রাস্তার উপর অবস্থান (বিশ্রাম) করা থেকে বিরত থাকো। কেননা তা হলো পশুদের যাতায়াতের পথ এবং সাপদের আশ্রয়স্থল।