موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
2810 - وحَدَّثَنِي مَالِكٌ، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ أَمَةً كَانَتْ لِعُبَيْدِ اللهِ (1) بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَآهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ وَقَدْ تَهَيَّأَتْ بِهَيْئَةِ الْحَرَائِرِ، فَدَخَلَ عَلَى ابْنَتِهِ حَفْصَةَ، فَقَالَ: أَلَمْ أَرَ جَارِيَةَ أَخِيكِ تَجُوسُ النَّاسَ، وَقَدْ تَهَيَّأَتْ بِهَيْئَةِ الْحَرَائِرِ، وَأَنْكَرَ ذَلِكَ عُمَرُ.
_حاشية__________
(1) قال محققه: في المطبوع: "لعبد الله"، وما أثبتناه من (ص) ، و (ن) ، و (ق) ، ورواية أبي مصعب الزهري.
অনুবাদঃ উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁর পুত্র উবাইদুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর একটি দাসী ছিল। উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাকে স্বাধীন নারীদের বেশভূষায় সজ্জিত অবস্থায় দেখতে পেলেন। অতঃপর তিনি তাঁর কন্যা হাফসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট প্রবেশ করলেন এবং বললেন, “আমি কি তোমার ভাইয়ের দাসীকে মানুষের মাঝে বিচরণ করতে দেখিনি? অথচ সে স্বাধীন নারীদের বেশভূষা ধারণ করেছে!” উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বিষয়টি অত্যন্ত অপছন্দ করলেন (এবং এর প্রতিবাদ জানালেন)।