موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2836)
2836 - وَحَدَّثَنِي مَالِكٌ، عَن إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَكِيمٍ، أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ يَقُولُ: كَانَ يُقَالُ: إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى لاَ يُعَذِّبُ الْعَامَّةَ بِذَنْبِ الْخَاصَّةِ، وَلَكِنْ إِذَا عُمِلَ الْمُنْكَرُ جِهَارًا، اسْتَحَقُّوا الْعُقُوبَةَ كُلُّهُمْ.
অনুবাদঃ উমর ইবনে আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলতেন: (পূর্বে) বলা হতো—নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশেষ ব্যক্তিদের পাপের কারণে সাধারণ জনগণকে শাস্তি দেন না। কিন্তু যখন প্রকাশ্যে অন্যায় কাজ করা হয়, তখন তারা সকলেই শাস্তির উপযুক্ত হয়ে যায়।