موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2841)
2841 - وَحَدَّثَنِي مَالِكٌ، عَن أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَن أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: لاَ تُقْسَمُ وَرَثَتِي دَنَانِيرَ، مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي، وَمَؤُنَةِ عَامِلِي، فَهُوَ صَدَقَةٌ.
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমার উত্তরাধিকারীরা কোনো দিনার (স্বর্ণমুদ্রা) বণ্টন করবে না। আমার স্ত্রীদের ভরণপোষণ এবং আমার কর্মচারীর ব্যয়ভার মিটানোর পর আমি যা কিছু রেখে যাবো, তা সদকা (দান) হিসেবে গণ্য হবে।