موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (53)
53 - قَالَ يَحيَى: وَسُئِلَ مَالِكٌ، هَلْ فِي الْقَيْءِ وُضُوءٌ؟ قَالَ: لاَ، وَلَكِنْ لِيَتَمَضْمَضْ مِنْ ذَلِكَ، وَلْيَغْسِلْ فَاهُ، وَلَيْسَ عَلَيْهِ وُضُوءٌ.
অনুবাদঃ ইয়াহইয়া (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, ইমাম মালিক (রাহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হয়েছিল: বমি করলে কি ওযু করতে হবে? তিনি বললেন: না। তবে এর কারণে সে যেন কুলি করে নেয় এবং তার মুখ ধুয়ে ফেলে। আর তার উপর ওযু করা আবশ্যক নয়।