موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (59)
59 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، أَنَّهُ سَأَلَ عَبْدَ اللهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ عَنِ الرَّجُلِ يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، ثُمَّ يُصِيبُ طَعَامًا قَدْ مَسَّتْهُ النَّارُ، أَيَتَوَضَّأُ؟ قَالَ: رَأَيْتُ أَبِي يَفْعَلُ ذَلِكَ وَلاَ يَتَوَضَّأُ.
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রবী‘আহ থেকে বর্ণিত, ইয়াহইয়া ইবনে সাঈদ তাঁকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন, যে সালাতের জন্য উযু করেছে, অতঃপর সে আগুন দ্বারা রান্না করা কোনো খাবার খেয়েছে, (এক্ষেত্রে) সে কি আবার উযু করবে?
তিনি (আব্দুল্লাহ) বললেন, আমি আমার পিতাকে (আমির ইবনে রবী‘আহকে) দেখেছি যে তিনি এমনটি করতেন এবং নতুন করে উযু করতেন না।