الحديث


صحيفة همام بن منبه
Sahifatu Hammam ibnu Munabbih
সহীফাতু হাম্মাম ইবনু মুনাব্বীহ





صحيفة همام بن منبه (22)


22 - وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى‌‌ يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبُّ الْمَالِ مَنْ يَتَقَبَّلُ مِنْهُ صَدَقَتَهُ. قَالَ: وَيُقْبَضُ الْعِلْمُ وَيَقْتَرِبُ الزَّمَانُ وَتَظْهَرُ الْفِتَنُ وَيَكْثُرُ الْهَرْجُ، قَالُوا: الْهَرْجُ مَا هُوَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ الْقَتْلُ الْقَتْلُ»




অনুবাদঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত ধন-সম্পদ বৃদ্ধি পেয়ে এর প্লাবণ সৃষ্টি না হবে । আর তখন মানুষের প্রাচুর্য এমন চরম রূপ লাভ করবে যে, ধন-সম্পদের মালিকেরা এ নিয়ে চিন্তিত হয়ে পড়বে যে, তার সাদাক্বাহ কে গ্রহণ করবে। তিনি (সা) বলেন: ইল্‌ম উঠিয়ে নেয়া হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিত্‌না প্রকাশ পাবে এবং হারজ বৃদ্ধি পাবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহর রাসূল (সা), হারজ’ কী?
তিনি (সা) বললেনঃ হত্যা, হত্যা।

তাখরীজঃ সহীহ বুখারী ৭০৬১, সহীহ মুসলিম ১৫৭