صحيفة همام بن منبه
Sahifatu Hammam ibnu Munabbih
সহীফাতু হাম্মাম ইবনু মুনাব্বীহ
صحيفة همام بن منبه (65)
65 - وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «قَالَ اللَّهُ عز وجل: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي»
অনুবাদঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ আমার সম্পর্কে বান্দার ধারণা অনুসারে আমি তার সাথে আচরণ করি।
তাখরীজঃ সহীহ বুখারী ১৩/ ৩৯২, সহীহ মুসলিম ২৬৭৫