سنن الكبرى للنسائي
Sunan Al-Kubra lin-Nasa’i
সুনান আল-কুবরা লিন-নাসাঈ
سنن الكبرى للنسائي (11903)
11903 - وَعَنْ مُحَمَّدِ بْنِ سَلَمَةَ، عَنِ ابْنِ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، بِهِ
অনুবাদঃ এবং মুহাম্মাদ ইবনু সালামাহ হতে, তিনি ইবনুল কাসিম হতে, তিনি মালিক (রাহিমাহুল্লাহ) হতে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।