سنن الكبرى للنسائي
Sunan Al-Kubra lin-Nasa’i
সুনান আল-কুবরা লিন-নাসাঈ
11912 - عَنْ مُحَمَّدِ بْنِ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ - يَعْنِي - مَلَائِكَةٌ يَكْتُبُونَ النَّاسَ عَلَى مَنَازِلِهِمْ، الْأَوَّلَ فَالْأَوَّلَ، فَإِذَا خَرَجَ الْإِمَامُ، طُوِيَتِ الصُّحُفُ، وَاسْتَمَعُوا الْخُطْبَةَ، فَالْمُهَجِّرُ إِلَى الصَّلَاةِ، كَالْمُهْدِي بَدَنَةً، ثُمَّ الَّذِي يَلِيهِ، كَالْمُهْدِي بَقَرَةً، ثُمَّ الَّذِي يَلِيهِ، كَالْمُهْدِي كَبْشًا» حَتَّى ذَكَرَ الدَّجَاجَةَ وَالْبَيْضَةَ
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন:
“যখন জুমু‘আর দিন আসে, তখন মসজিদের প্রতিটি দরজায় ফেরেশতাগণ উপস্থিত থাকেন। তাঁরা (মসজিদে) আগমনকারী লোকেদেরকে তাদের মর্যাদার ক্রম অনুসারে লিখতে থাকেন—প্রথম আগতকে প্রথমে, এরপরের জনকে তার পরে। অতঃপর যখন ইমাম (খুতবার জন্য) বের হন, তখন (আমলনামার) দপ্তরসমূহ গুটিয়ে নেওয়া হয় এবং তাঁরা (ফেরেশতাগণ) খুতবা শুনতে মনোযোগ দেন। সুতরাং যে ব্যক্তি (সালাতের জন্য) প্রথম দিকে আগমন করে, সে যেন একটি উট কুরবানি করলো। এরপর যে ব্যক্তি আসে, সে যেন একটি গরু কুরবানি করলো। এরপর যে ব্যক্তি আসে, সে যেন একটি ভেড়া কুরবানি করলো।”
—এমনকি তিনি মুরগি এবং ডিমের কথাও উল্লেখ করেছেন।