الحديث


سنن الكبرى للنسائي
Sunan Al-Kubra lin-Nasa’i
সুনান আল-কুবরা লিন-নাসাঈ





سنن الكبرى للنسائي (11920)


11920 - عَنْ مُحَمَّدِ بْنِ بَشَّارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: « مَا تَطْلُعُ الشَّمْسُ بِيَوْمٍ وَلَا تَغْرُبُ بِأَفْضَلَ - أَوْ أَعْظَمَ - مِنْ يَوْمِ الْجُمُعَةِ، وَمَا مِنْ دَابَّةٍ إِلَّا تَفْزَعُ لِيَوْمِ الْجُمُعَةِ، إِلَّا هَذَانِ الثَّقَلَانِ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ، وَعَلَى كُلِّ بَابٍ مَلَكَانِ يَكْتُبَانِ الْأَوَّلَ فَالْأَوَّلَ، كَرَجُلٍ قَدَّمَ بَدَنَةً، وَكَرَجُلٍ قَدَّمَ بَقَرَةً، وَكَرَجُلٍ قَدَّمَ شَاةً، وَكَرَجُلٍ قَدَّمَ طَيْرًا، وَكَرَجُلٍ قَدَّمَ بَيْضَةً، فَإِذَا قَعَدَ الْإِمَامُ، طُوِيَتِ الصُّحُفُ»




অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

যে দিনে সূর্য উদিত হয় বা অস্ত যায়, তার মধ্যে জুমার দিনের চেয়ে উত্তম (আফদাল) বা শ্রেষ্ঠ (আ’যম) আর কোনো দিন নেই। জিন ও মানব এই দু’টি ভারী সৃষ্টিকুল (আস্-সাক্বালান) ব্যতীত অন্য কোনো প্রাণী নেই, যা জুমার দিনকে ভয় করে না।

(মসজিদের) প্রতিটি দরজায় দুজন করে ফেরেশতা থাকেন, যারা প্রথম আগমনকারীকে ক্রমানুসারে লিখতে থাকেন। যেমন— একজন ব্যক্তি যেন একটি উট উপহার দিল, আরেকজন যেন একটি গরু উপহার দিল, আরেকজন যেন একটি বকরি উপহার দিল, আরেকজন যেন একটি পাখি উপহার দিল এবং আরেকজন যেন একটি ডিম উপহার দিল।

অতঃপর যখন ইমাম (খুতবার জন্য) বসেন, তখন (আমলনামার) দফতরগুলো গুটিয়ে নেওয়া হয়।