سنن الكبرى للنسائي
Sunan Al-Kubra lin-Nasa’i
সুনান আল-কুবরা লিন-নাসাঈ
11948 - عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْأَعْلَى، عَنِ الْمُعْتَمِرِ، عَنْ أَبِيهِ، عَنْ نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ أَبُو جَهْلٍ: هَلْ يُعَفِّرُ مُحَمَّدٌ وَجْهَهُ - بَيْنَ الْمُشْرِكِينَ - فَقِيلَ: نَعَمْ، فَقَالَ: وَاللَّاتِ وَالْعُزَّى، لَئِنْ رَأَيْتُهُ كَذَلِكَ، لَأَطَأَنَّ عَلَى رَقَبَتِهِ، أَوْ لَأُعَفِّرَنَّ وَجْهِهُ فِي التُّرَابِ، فَأَتَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُو يُصَلِّي - زَعَمَ لِيَطَأُ عَلَى رَقَبَتِهِ - قَالَ: فَمَا فَجَأَهُمْ إِلَّا وَهُوَ يَنْكُصُ عَلَى عَقِبَيْهِ وَيَتَّقِي بِيَدِهِ، فَقِيلَ: مَا لَكَ؟ قَالَ: إِنَّ بَيْنِي وَبَيْنَهُ لَخَنْدَقًا مِنْ نَارٍ، وَهَوْلًا، وَأَجْنِحَةً، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « لَوْ دَنَا مِنِّي لَاخْتَطَفَتْهُ الْمَلَائِكَةُ عُضْوًا عُضْوًا»
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আবূ জাহল বলল, ‘মুহাম্মাদ কি মুশরিকদের সামনেও তার মুখমণ্ডল মাটিতে লুণ্ঠিত করে (সিজদা করে)?’ তাকে বলা হলো, ‘হ্যাঁ।’ তখন সে বলল, ‘লাত ও উযযার কসম! আমি যদি তাকে ঐ অবস্থায় দেখি, তবে আমি অবশ্যই তার ঘাড় মাড়িয়ে দেবো, অথবা তার মুখমণ্ডলকে ধূলিযুক্ত করে দেবো (মাটিতে মিশিয়ে দেবো)।’
অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো— যখন তিনি সালাত আদায় করছিলেন। সে ধারণা করেছিল যে, সে তাঁর ঘাড় মাড়িয়ে দেবে।
রাবী বলেন, কিন্তু (হঠাৎ) তারা দেখলো যে সে তার পেছনের দিকে সরে যাচ্ছে এবং হাত দিয়ে (কিছু একটা) প্রতিহত করছে। তাকে জিজ্ঞাসা করা হলো, ‘তোমার কী হয়েছে?’ সে বলল, ‘আমার এবং তাঁর মাঝে আগুন, ভয়াবহতা (ভীতি) ও পাখা (যুক্ত কিছু) দ্বারা তৈরি একটি খন্দক (গভীর গর্ত) রয়েছে।’
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যদি সে আমার কাছে আসতো, তবে ফেরেশতাগণ তাকে অঙ্গ প্রত্যঙ্গ ধরে ছিঁড়ে নিতো।’