الحديث


سنن الكبرى للنسائي
Sunan Al-Kubra lin-Nasa’i
সুনান আল-কুবরা লিন-নাসাঈ





سنن الكبرى للنسائي (27)


27 - أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ وَكِيعٍ، عَنِ الْأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا، يُحَدِّثُ، عَنْ طَاوُوسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرَيْنِ، فَقَالَ: " إِنَّهُمَا يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا هَذَا فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنْ بَوْلِهِ، وَأَمَّا هَذَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ، ثُمَّ دَعَا بِعَسِيبٍ رَطْبٍ فَشَقَّهُ بِاثْنَيْنِ، فَغَرَسَ عَلَى هَذَا وَاحِدًا وَعَلَى هَذَا وَاحِدًا، ثُمَّ قَالَ: «لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا»




অনুবাদঃ আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন: "নিশ্চয় তাদের উভয়কে আযাব দেওয়া হচ্ছে। আর এমন কোনো বড় (গুরুত্বপূর্ণ) বিষয়ের জন্য তাদেরকে আযাব দেওয়া হচ্ছে না (যা থেকে বেঁচে থাকা কঠিন)। এ দুজনের মধ্যে একজন ছিল, যে পেশাবের ছিটা থেকে পবিত্র থাকত না (বা সতর্কতা অবলম্বন করত না)। আর অন্যজন ছিল, যে চোগলখুরি করে বেড়াত।"

অতঃপর তিনি একটি তাজা খেজুর ডাল চাইলেন এবং সেটিকে দুই খণ্ডে বিভক্ত করলেন। এরপর একটি ডাল এক কবরের ওপর এবং অন্যটি অন্য কবরের ওপর পুঁতে দিলেন। তারপর তিনি বললেন: "আশা করা যায় যে, ডাল দুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত তাদের উভয়ের আযাব কিছুটা হালকা করা হবে।"