سنن الكبرى للنسائي
Sunan Al-Kubra lin-Nasa’i
সুনান আল-কুবরা লিন-নাসাঈ
40 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ سَلْمَانَ، قَالَ: قَالَ لَهُ رَجُلٌ: إِنَّ صَاحِبَكُمْ لَيُعَلِّمُكُمْ حَتَّى الْخِرَاءَةَ، قَالَ: أَجَلْ « نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ، أَوْ نَسْتَنْجِيَ بِأَيْمَانِنَا أَوْ نَكْتَفِي بِأَقَلِّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ»
অনুবাদঃ সালমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁকে একজন লোক বলল, ‘তোমাদের নবী (সঃ) তোমাদেরকে সবকিছু শিখিয়ে দেন, এমনকি প্রাকৃতিক প্রয়োজন পূরণের (পায়খানার) শিষ্টাচারও?’ তিনি বললেন, ‘হ্যাঁ, অবশ্যই। তিনি আমাদেরকে নিষেধ করেছেন যেন আমরা মল বা মূত্র ত্যাগের সময় কিবলাকে সামনে না করি, অথবা যেন আমরা ডান হাত দিয়ে ইস্তিঞ্জা না করি, অথবা যেন আমরা তিনটির কম ঢিলা ব্যবহার করে পবিত্রতা অর্জনে যথেষ্ট মনে না করি।’