سنن الكبرى للنسائي
Sunan Al-Kubra lin-Nasa’i
সুনান আল-কুবরা লিন-নাসাঈ
8 - أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا قُرَّةُ، قَالَ: حَدَّثَنِي حُمَيْدُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: " دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي رَجُلَانِ مِنَ الْأَشْعَرِيِّينَ أَحَدُهُمَا، عَنْ يَمِينِي، وَالْآخَرُ، عَنْ يَسَارِي، وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ، فَكِلَاهُمَا سَأَلَ الْعَمَلَ، قُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا، وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ قَلَصَتْ، قَالَ: «إِنَّا لَا أَوْ لَنْ نَسْتَعْمِلَ عَلَى عَمِلْنَا مَنْ أَرَادَهُ»
অনুবাদঃ আবু মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট প্রবেশ করলাম। আমার সাথে আশ’আরী গোত্রের দুইজন লোক ছিল; তাদের একজন আমার ডান পাশে এবং অন্যজন আমার বাম পাশে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিসওয়াক করছিলেন।
অতঃপর তারা উভয়েই (কোনো প্রশাসনিক) দায়িত্ব চাইল। আমি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে) বললাম: "যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, তাঁর কসম! তারা তাদের মনের কথা আমাকে জানায়নি এবং তারা যে কাজের দায়িত্ব চাইবে, তা আমি বুঝতেও পারিনি।"
(এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হলো যে,) আমি যেন তাঁর ঠোঁটের নিচে মিসওয়াকটি দেখছি— ঠোঁটটি সংকুচিত হয়ে উপরে উঠে গেল।
তিনি বললেন: "নিশ্চয়ই আমরা ঐ ব্যক্তিকে আমাদের কোনো কাজের (দায়িত্বের) জন্য নিযুক্ত করি না (অথবা: করব না), যে তা কামনা করে।"