المنتقى لابن الجارود
Al Muntaqa li ibnil Jarud
আল মুনতাক্বা লি-ইবনিল জারুদ
1140 - أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الْبَيْرُوتِيُّ ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ، قَالَ: ثَنَا ابْنُ جَابِرٍ ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَّامٍ ، قَالَ: حَدَّثَنِي خَالِدٌ - هُوَ ابْنُ يَزِيدَ - قَالَ: «كُنْتُ رَجُلًا رَامِيًا فَكَانَ عُقْبَةُ الْجُهَنِيُّ يَدْعُونِي فَيَقُولُ: اخْرُجْ بِنَا يَا خَالِدُ نَرْمِي، فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَبْطَأْتُ عَنْهُ، فَقَالَ: تَعَالَ أُخْبِرْكَ مَا حَدَّثَنِي بِهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، وَأَقُولُ لَكَ مَا قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: إِنَّ اللهَ لَيُدْخِلُ بِالسَّهْمِ الْوَاحِدِ ثَلَاثَةَ نَفَرٍ الْجَنَّةَ: صَانِعَهُ يَحْتَسِبُ فِي صُنْعِهِ الْخَيْرَ، وَالرَّامِي بِهِ، وَمُنَبِّلَهُ، وَارْمُوا وَارْكَبُوا، وَإِنْ تَرْمُوا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ تَرْكَبُوا، وَلَيْسَ مِنَ اللهْوِ إِلَّا ثَلَاثَةٌ: تَأْدِيبُ الرَّجُلِ فَرَسَهُ، وَمُلَاعَبَتُهُ امْرَأَتَهُ، وَرَمْيُهُ بِقَوْسِهِ وَنَبْلِهِ، وَمَنْ تَرَكَ الرَّمْيَ بَعْدَمَا عَلِمَهُ رَغْبَةً عَنْهُ، فَإِنَّهَا نِعْمَةٌ كَفَرَهَا».
অনুবাদঃ হযরত উকবাহ আল-জুহানী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি (খালিত ইবনু ইয়াযীদ) বলেন: আমি একজন তীরন্দাজ ব্যক্তি ছিলাম। উকবাহ আল-জুহানী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাকে ডাকতেন এবং বলতেন: 'হে খালিদ, চলো আমরা তীর নিক্ষেপ করি।' একদিন আমি তার কাছে যেতে বিলম্ব করলাম। তখন তিনি বললেন: 'এসো, আমি তোমাকে অবহিত করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কী বলেছেন, আর আমি তোমাকে তাই বলি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: "নিশ্চয় আল্লাহ তাআলা একটি মাত্র তীরের বিনিময়ে তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান: এর প্রস্তুতকারী, যে তার প্রস্তুতিতে কল্যাণের আশা করে, আর যে তা নিক্ষেপ করে (তীরন্দাজ), আর যে তা সরবরাহ করে (মুনিব্বিলাহ)। আর তোমরা তীর নিক্ষেপ করো এবং আরোহণ করো। তবে আমার নিকট তোমাদের আরোহণ করার চেয়ে তীর নিক্ষেপ করা অধিক প্রিয়। আর তিনটি ব্যতীত অন্য কোনো আমোদ-প্রমোদ (বা খেলাধুলা) নেই: মানুষের তার ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, স্ত্রীর সাথে তার হাসি-তামাশা করা, এবং তার ধনুক ও তীর দ্বারা তীর নিক্ষেপ করা। আর যে ব্যক্তি জানার পর তা থেকে বিমুখ হয়ে তীর নিক্ষেপ করা ছেড়ে দেয়, সে অবশ্যই একটি নেয়ামতকে অস্বীকার করল।"
[নোটঃ AI দ্বারা অনূদিত]