الحديث


المنتقى لابن الجارود
Al Muntaqa li ibnil Jarud
আল মুনতাক্বা লি-ইবনিল জারুদ





المنتقى لابن الجارود (1164)


1164 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الصَّائِغُ ، قَالَ: ثَنَا عَفَّانُ ، قَالَ: ثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ ، قَالَ: حَدَّثَنِي قَيْسُ بْنُ سَعْدٍ ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ ، قَالَ: «كَتَبَ نَجْدَةُ إِلَى عَبَّاسٍ يَسْأَلُهُ، عَنْ أَشْيَاءَ، قَالَ: فَشَهِدْتُ ابْنَ عَبَّاسٍ حِينَ قَرَأَ كِتَابَهُ، وَحِينَ كَتَبَ إِلَيْهِ، قَالَ: وَسَأَلْتَ عَنِ الْمَرْأَةِ وَالْعَبْدِ هَلْ كَانَ لَهُمَا سَهْمٌ مَعْلُومٌ إِذَا حَضَرُوا الْبَأْسَ؟ فَإِنَّهُ لَمْ يَكُنْ لَهُمَا سَهْمٌ مَعْلُومٌ إِلَّا أَنْ يُحْذَيَا مِنْ غَنَائِمِ الْقَوْمِ».




অনুবাদঃ হযরত ইয়াযিদ ইবনু হুরমুয (রঃ) থেকে বর্ণিত: নাজ্জাদাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট কিছু বিষয় সম্পর্কে জানতে চেয়ে চিঠি লিখল। ইয়াযিদ বলেন, আমি ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট উপস্থিত ছিলাম, যখন তিনি তার চিঠিটি পড়লেন এবং যখন তিনি তাকে (উত্তরে) লিখলেন। (তিনি লিখলেন): আর তুমি নারী ও গোলাম সম্পর্কে জিজ্ঞাসা করেছ যে, যুদ্ধে উপস্থিত হলে তাদের জন্য কি কোনো নির্ধারিত অংশ ছিল? নিশ্চয়ই তাদের জন্য কোনো নির্ধারিত অংশ ছিল না, তবে মুজাহিদদের গণীমত থেকে তাদের কিছু দান করা যেতে পারত।

[নোটঃ AI দ্বারা অনূদিত]