المنتقى لابن الجارود
Al Muntaqa li ibnil Jarud
আল মুনতাক্বা লি-ইবনিল জারুদ
1187 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ ، قَالَ: ثَنَا يَحْيَى - يَعْنِي ابْنَ آدَمَ - قَالَ: ثَنَا زُهَيْرٌ ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «مَنَعَتِ الْعِرَاقُ قَفِيزَهَا وَدِرْهَمَهَا، وَمَنَعَتِ الشَّامُ مُدْيَهَا وَدِينَارَهَا، وَمَنَعَتْ مِصْرُ إِرْدَبَّهَا وَدِينَارَهَا، وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ، قَالَهَا ثَلَاثًا.
شَهِدَ عَلَى ذَلِكَ لَحْمُ أَبِي هُرَيْرَةَ وَدَمُهُ».
অনুবাদঃ হযরত আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ইরাক তার কাফীয (মাপ বিশেষ) এবং দিরহাম (মুদ্রা বিশেষ) বন্ধ করে দিয়েছে (বা কেড়ে নেওয়া হয়েছে), আর শাম (সিরিয়া) তার মুদি (মাপ বিশেষ) এবং দীনার (মুদ্রা বিশেষ) বন্ধ করে দিয়েছে, আর মিসর তার ইরদাব (মাপ বিশেষ) এবং দীনার বন্ধ করে দিয়েছে। আর তোমরা ফিরে যাবে সেইখান থেকে, যেখান থেকে তোমরা শুরু করেছিলে।” তিনি এই কথাটি তিনবার বললেন। আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর রক্ত ও মাংস এই কথার সাক্ষ্য দেয়।
[নোটঃ AI দ্বারা অনূদিত]