المنتقى لابن الجارود
Al Muntaqa li ibnil Jarud
আল মুনতাক্বা লি-ইবনিল জারুদ
125 - قَالَ أَبُو مُحَمَّدٍ: وَهَكَذَا قَالَ مُوسَى بْنُ عُقْبَةَ وَاللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ، عَنْ رَجُلٍ، عَنْ أُمِّ سَلَمَةَ رضي الله عنها.
وَقَالَ مَالِكٌ وَعُبَيْدُ اللهِ وَيَحْيَى بْنُ سَعِيدٍ وَغَيْرُهُمْ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أُمِّ سَلَمَةَ.
وَقَالَ أَيُّوبُ: عَنْ سُلَيْمَانَ نَفْسِهِ، عَنْ أُمِّ سَلَمَةَ.
অনুবাদঃ উম্মে সালামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত...
১২৫ - আবু মুহাম্মাদ বলেছেন: এবং এইভাবেই মূসা ইবনু উক্ববাহ ও লাইস ইবনু সা'দ বর্ণনা করেছেন, নাফি' থেকে, তিনি সুলাইমান থেকে, তিনি এক ব্যক্তি থেকে, তিনি উম্মে সালামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে। আর মালিক, উবাইদুল্লাহ, ইয়াহইয়া ইবনু সা'ঈদ ও অন্যান্যরা বলেছেন, নাফি' থেকে, তিনি সুলাইমান থেকে, তিনি উম্মে সালামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে। এবং আইয়ুব বলেছেন: সুলাইমান স্বয়ং উম্মে সালামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে।
[নোটঃ AI দ্বারা অনূদিত]