المنتقى لابن الجارود
Al Muntaqa li ibnil Jarud
আল মুনতাক্বা লি-ইবনিল জারুদ
158 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ آدَمَ ، قَالَ: ثَنَا سُفْيَانُ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ سَعِيدٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ : «أَنَّ أَعْرَابِيًّا دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى، فَلَمَّا فَرَغَ قَالَ: اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا، وَلَا تَرْحَمْ مَعَنَا أَحَدًا، فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَقَالَ: لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًا، فَلَمْ يَلْبَثْ أَنْ بَالَ فِي الْمَسْجِدِ، فَعَجِلَ النَّاسُ إِلَيْهِ فَنَهَاهُمْ، وَقَالَ: أَهْرِيقُوا عَلَيْهِ ذَنُوبًا أَوْ سَجْلًا مِنْ مَاءٍ - يَعْنِي: بَوْلَهُ - وَقَالَ: إِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ».
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এক বেদুঈন মসজিদে প্রবেশ করল এবং সালাত আদায় করল। যখন সে সালাত শেষ করল, তখন বলল: "হে আল্লাহ! আমাকে ও মুহাম্মাদকে দয়া করুন, আর আমাদের সাথে অন্য কাউকে দয়া করবেন না।" তখন নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার দিকে ফিরলেন এবং বললেন: "তুমি তো একটি প্রশস্ত জিনিসকে সংকীর্ণ করে ফেললে।" এরপর অল্পক্ষণ পরই সে মসজিদে পেশাব করে দিল। এতে লোকেরা তাড়াতাড়ি তার দিকে গেল (তাকে বাধা দিতে), কিন্তু তিনি তাদেরকে বারণ করলেন। তিনি বললেন: "তার পেশাবের উপর এক বালতি বা এক মশকের পানি ঢেলে দাও।" তিনি আরও বললেন: "তোমরা সহজকারী হিসেবে প্রেরিত হয়েছো, কঠিনকারী হিসেবে প্রেরিত হওনি।"
[নোটঃ AI দ্বারা অনূদিত]