المنتقى لابن الجارود
Al Muntaqa li ibnil Jarud
আল মুনতাক্বা লি-ইবনিল জারুদ
المنتقى لابن الجارود (212)
212 - قَالَ سُفْيَانُ: زَادَ يَزِيدُ أَبُو خَالِدٍ الْوَاسِطِيُّ، قَالَ الرَّجُلُ: هَذَا لِرَبِّي، فَمَا لِي؟ قَالَ: قُلِ: اللَّهُمَّ، اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي! قَالَ الرَّجُلُ: أَرْبَعٌ لِرَبِّي وَأَرْبَعٌ لِي.
অনুবাদঃ সুফিয়ান (রাহিমাহুল্লাহ) বলেছেন: ইয়াযিদ আবু খালিদ আল-ওয়াসিতী যোগ করেছেন যে, লোকটি বলল: এগুলো আমার রবের জন্য, তাহলে আমার জন্য কী আছে? তিনি বললেন: তুমি বলো: হে আল্লাহ! আমাকে ক্ষমা করো, আর আমার প্রতি দয়া করো, আর আমাকে হেদায়েত দাও, আর আমাকে নিরাপত্তা (বা সুস্থতা) দাও! লোকটি বলল: চারটি আমার রবের জন্য আর চারটি আমার জন্য।
[নোটঃ AI দ্বারা অনূদিত]