الحديث


المنتقى لابن الجارود
Al Muntaqa li ibnil Jarud
আল মুনতাক্বা লি-ইবনিল জারুদ





المنتقى لابن الجارود (215)


215 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، قَالَ: أَنَا أَبُو عَاصِمٍ ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ ، قَالَ: سَمِعْتُ أَبَا حُمَيْدٍ السَّاعِدِيَّ فِي عَشَرَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، أَحَدُهُمْ أَبُو قَتَادَةَ رضي الله عنهم، قَالَ: «إِنِّي لَأَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم! قَالُوا: لِمَ؟ فَوَاللهِ، مَا كُنْتَ أَكْثَرَنَا لَهُ تَبَعًا وَلَا أَبْعَدَ، أَوْ قَالَ: أَطْوَلَ لَهُ مِنَّا صُحْبَةً، قَالَ: بَلَى، قَالُوا: فَاعْرِضْ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ، ثُمَّ كَبَّرَ حَتَّى يَقِرَّ كُلُّ عَظْمٍ فِي مَوْضِعِهِ مُعْتَدِلًا، ثُمَّ يَقْرَأُ، ثُمَّ يُكَبِّرُ وَيَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ، حَتَّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ إِلَى مَفْصِلِهِ، ثُمَّ يَرْكَعُ وَيَضَعُ رَاحَتَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، ثُمَّ يَعْتَدِلُ وَلَا يُصَوِّبُ، وَلَا يُقْنِعُ، ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ فَيَقُولُ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ مُعْتَدِلًا، قَالَ أَبُو عَاصِمٍ: أَظُنُّهُ قَالَ: حَتَّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ إِلَى مَوْضِعِهِ، ثُمَّ يَقُولُ: اللهُ أَكْبَرُ، ثُمَّ يَهْوِي إِلَى الْأَرْضِ مُجَافِيًا يَدَيْهِ عَنْ جَنْبَيْهِ، ثُمَّ يَسْجُدُ، ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ فَيَثْنِي رِجْلَهُ الْيُسْرَى فَيَقْعُدُ عَلَيْهَا، وَكَانَ يَفْتَحُ أَصَابِعَ رِجْلَيْهِ إِذَا سَجَدَ، ثُمَّ يَعُودُ فَيَسْجُدُ، ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ فَيَقُولُ: اللهُ أَكْبَرُ، وَيَثْنِي رِجْلَهُ الْيُسْرَى فَيَقْعُدُ عَلَيْهَا مُعْتَدِلًا، حَتَّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ إِلَى مَوْضِعِهِ، ثُمَّ يَصْنَعُ فِي الرَّكْعَةِ الْأُخْرَى مِثْلَ ذَلِكَ حَتَّى إِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ، كَمَا فَعَلَ عِنْدَ افْتِتَاحِ الصَّلَاةِ، ثُمَّ صَنَعَ فِي بَقِيَّةِ صَلَاتِهِ مِثْلَ ذَلِكَ، حَتَّى إِذَا كَانَتِ الْقَعْدَةُ الَّتِي فِيهَا التَّسْلِيمُ أَخَّرَ رِجْلَهُ الْيُسْرَى وَجَلَسَ مُتَوَرِّكًا عَلَى شِقِّهِ الْأَيْسَرِ. قَالُوا: صَدَقْتَ،
هَكَذَا كَانَ يَفْعَلُ».




অনুবাদঃ আবু হুমাইদ আস-সাঈদী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশ জন সাহাবীর উপস্থিতিতে—যাদের মধ্যে আবু কাতাদা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ছিলেন—বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত (নামাজ) সম্পর্কে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি অবগত! তারা বললো: কেন? আল্লাহর শপথ! আপনি তো আমাদের মধ্যে তাঁকে সবচেয়ে বেশি অনুসরণকারী ছিলেন না এবং আমাদের চেয়ে অধিক দূরবর্তীও ছিলেন না, অথবা (বর্ণনাকারী) বলেছেন: আমাদের চেয়ে দীর্ঘ সময় তাঁর সাহচর্য লাভ করেননি। তিনি বললেন: বরং হ্যাঁ (আমি অবগত)। তারা বললো: তবে বর্ণনা করুন। তিনি বললেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের জন্য দাঁড়াতেন, তখন তিনি তাঁর দু' হাত কাঁধ বরাবর উঠাতেন। অতঃপর তিনি তাকবীর বলতেন, এমনকি প্রতিটি অস্থি-সন্ধি তার আপন জায়গায় স্থির হয়ে যেত, সরল অবস্থায়। অতঃপর তিনি কিরাত পড়তেন। অতঃপর তিনি তাকবীর বলতেন এবং তাঁর দু' হাত কাঁধ বরাবর উঠাতেন, এমনকি প্রতিটি অস্থি তার জোড়ায় ফিরে আসত। অতঃপর তিনি রুকু' করতেন এবং তাঁর হাতের তালুদ্বয় তাঁর হাঁটুদ্বয়ের উপর রাখতেন। অতঃপর তিনি সোজা হতেন, মাথা নিচের দিকে ঝুঁকিয়ে রাখতেন না এবং উপরের দিকেও উঠিয়ে রাখতেন না। অতঃপর তিনি তাঁর মাথা উঠাতেন এবং বলতেন: ‘সামিআল্লাহু লিমান হামিদা’। তিনি তাঁর দু' হাত কাঁধ বরাবর উঠাতেন, সোজা হয়ে। আবু আসিম (বর্ণনাকারী) বললেন: আমার ধারণা, তিনি বলেছেন: এমনকি প্রতিটি অস্থি তার আপন জায়গায় ফিরে আসত। অতঃপর তিনি বলতেন: ‘আল্লাহু আকবার’। অতঃপর তিনি তাঁর দুই পার্শ্বদেশ থেকে তাঁর হাতদ্বয় দূরে রেখে মাটিতে ঝুঁকে যেতেন। অতঃপর তিনি সাজদা করতেন। অতঃপর তিনি তাঁর মাথা উঠাতেন এবং তাঁর বাম পা বাঁকিয়ে নিতেন, অতঃপর তার উপর বসতেন। আর তিনি সাজদা করার সময় তাঁর পায়ের আঙ্গুলগুলো উন্মুক্ত রাখতেন। অতঃপর তিনি আবার সাজদা করতেন। অতঃপর তিনি তাঁর মাথা উঠাতেন এবং বলতেন: ‘আল্লাহু আকবার’, আর তাঁর বাম পা বাঁকিয়ে তার উপর সোজা হয়ে বসতেন, এমনকি প্রতিটি অস্থি তার আপন জায়গায় ফিরে আসত। অতঃপর তিনি পরবর্তী রাকাআতে অনুরূপ করতেন। এমনকি যখন তিনি দুই রাকাআত থেকে দাঁড়াতেন, তখন তিনি তাকবীর বলতেন এবং তাঁর দু' হাত কাঁধ বরাবর উঠাতেন, যেমনটি তিনি সালাত শুরু করার সময় করেছিলেন। অতঃপর তিনি তাঁর সালাতের বাকি অংশে অনুরূপ করতেন। এমনকি যখন সেই বৈঠক আসত, যাতে সালাম রয়েছে, তখন তিনি তাঁর বাম পা পিছিয়ে দিতেন এবং বাম পার্শ্বের উপর ভর দিয়ে মুতাওয়াররিক অবস্থায় বসতেন। তারা বললো: আপনি সত্য বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন।

[নোটঃ AI দ্বারা অনূদিত]