الحديث


المنتقى لابن الجارود
Al Muntaqa li ibnil Jarud
আল মুনতাক্বা লি-ইবনিল জারুদ





المنتقى لابن الجارود (39)


39 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ ، قَالَ: نَا عِيسَى بْنُ يُونُسَ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ شَقِيقٍ أَبِي وَائِلٍ ، عَنْ حُذَيْفَةَ رضي الله عنه، قَالَ: «كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَانْتَهَى إِلَى سُبَاطَةِ قَوْمٍ فَبَالَ قَائِمًا، فَتَنَحَّيْتُ فَدَعَانِي وَقَالَ: لِمَ تَنَحَّيْتَ؟ فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ، فَلَمَّا فَرَغَ دَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ».‌




অনুবাদঃ হুযাইফা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে হাঁটছিলাম, অতঃপর তিনি এক কওমের আবর্জনা ফেলার স্থানে গিয়ে পৌঁছলেন এবং দাঁড়িয়ে পেশাব করলেন। তখন আমি সরে গেলাম, কিন্তু তিনি আমাকে ডাকলেন এবং বললেন: কেন তুমি সরে গেলে? তখন আমি তাঁর পদদ্বয়ের কাছে দাঁড়ালাম, অতঃপর যখন তিনি অবসর হলেন, তখন তিনি পানি চাইলেন, অতঃপর উযু করলেন এবং তাঁর মোজা (খুফ্ফাইন)-এর উপর মাসেহ করলেন।

[নোটঃ AI দ্বারা অনূদিত]