المنتقى لابن الجارود
Al Muntaqa li ibnil Jarud
আল মুনতাক্বা লি-ইবনিল জারুদ
51 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، قَالَ: ثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ ، قَالَ: ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، قَالَ: أَخْبَرَنِي عَاصِمُ بْنُ الْمُنْذِرِ ، قَالَ: كُنَّا فِي بُسْتَانٍ لَنَا أَوْ لِعُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، فَحَضَرَتِ الصَّلَاةُ، فَقَامَ عُبَيْدُ اللهِ إِلَى مَقْرَى الْبُسْتَانِ، وَفِيهِ جِلْدُ بَعِيرٍ، فَأَخَذَ يَتَوَضَّأُ مِنْهُ، فَقُلْنَا: أَتَتَوَضَّأُ مِنْ هَذَا وَفِيهِ جِلْدُ بَعِيرٍ؟ فَأَخَذَ يَتَوَضَّأُ مِنْهُ، فَقُلْنَا: أَنَتَوَضَّأُ مِنْ هَذَا وَفِيهِ هَذَا الْجِلْدُ؟ فَقَالَ: حَدَّثَنِي أَبِي ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ فَإِنَّهُ لَا يَنْجُسُ».
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। (বর্ণনাকারী বলেন) আমরা আমাদের অথবা উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উমর-এর একটি বাগানে ছিলাম। অতঃপর সালাতের সময় উপস্থিত হলো। তখন উবাইদুল্লাহ বাগানের জলাধারের দিকে দাঁড়ালেন, আর তাতে একটি উটের চামড়া ছিল। অতঃপর তিনি তা থেকে উযু করতে লাগলেন। আমরা বললাম: আপনি কি এটা থেকে উযু করছেন, অথচ এতে উটের চামড়া রয়েছে? অতঃপর তিনি তা থেকে উযু করতে লাগলেন। আমরা বললাম: আমরা কি এটা থেকে উযু করবো, অথচ এতে এই চামড়াটি রয়েছে? তখন তিনি (উবাইদুল্লাহ) বললেন: আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "যখন পানি দুই কুল্লা পরিমাণ হবে, তখন তা অপবিত্র হবে না।"
[নোটঃ AI দ্বারা অনূদিত]