الحديث


سنن الدارقطني
Sunan Ad-Daraqutni
সুনান আদ-দারাকুতনী





سنن الدارقطني (18)


18 - حَدَّثَنا أَحْمَدُ بْنُ كَامِلٍ , نا أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ شَاهِينَ , نا مُحَمَّدُ بْنُ سَعْدٍ , نا الْوَاقِدِيُّ , نا سُفْيَانُ الثَّوْرِيُّ , عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ , بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ.




অনুবাদঃ আহমাদ ইবনে কামিল আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি আহমাদ ইবনে সাঈদ ইবনে শাহীন থেকে, তিনি মুহাম্মাদ ইবনে সা’দ থেকে, তিনি ওয়াকিদী থেকে, তিনি সুফিয়ান সাওরী থেকে, তিনি মুহাম্মাদ ইবনে ইসহাক থেকে; এই সনদ (সূত্রের) মাধ্যমে তিনি পূর্বোক্ত বর্ণনার অনুরূপ বর্ণনা করেছেন।