رياض الصالحين
Riyadus Salihin
রিয়াদুস সালিহীন
وعن ابْن مسْعُود رضي اللَّه عنه قَالَ : دَخلْتُ عَلى النَبيِّ صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم وَهُو يُوعَكُ فَقُلْتُ يا رسُولَاللَّه إِنَّكَ تُوعكُ وَعْكاً شَدِيداً قال : » أَجَلْ إِنِّي أُوعَكُ آَمَا يُوعَكُ رَجُلانِ مِنْكُم« قُلْتُ : ذلك أَنَّ لَكَ أَجْريْن ؟ قال: » أَجَلْ ذَلك آَذَلك مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى ، شوْآَةٌ فَمَا فوْقَهَا إلاَّ آَفَّر اللَّه بهَا سيئاته ، وَحطَّتْ عنْهُ ذُنُوبُهُآَمَا تَحُطُّ الشَّجرةُ وَرقَهَا « متفقٌ عليه.وَ » الْوَعْكُ « : مَغْثُ الحمَّى ، وقيل : الْحُمى
অনুবাদঃ ১৪/৩৯। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হলাম। সে সময় তিনি জ্বরে ভুগছিলেন। আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল! আপনার যে প্রচণ্ড জ্বর!’ তিনি বললেন, ‘‘হ্যাঁ! তোমাদের দু’জনের সমান আমার জ্বর আসে।’’ আমি বললাম, ‘তার জন্যই কি আপনার পুরস্কারও দ্বিগুণ?’ তিনি বললেন, ‘‘হ্যাঁ! ব্যাপার তা-ই। (অনুরূপ) যে কোন মুসলিমকে কোন কষ্ট পৌঁছে, কাঁটা লাগে অথবা তার চেয়েও কঠিন কষ্ট হয়, আল্লাহ তা‘আলা এর কারণে তার পাপসমূহকে মোচন করে দেন এবং তার পাপসমূহকে এভাবে ঝরিয়ে দেওয়া হয়; যেভাবে গাছ তার পাতা ঝরিয়ে দেয়।’’[1]
[1] সহীহুল বুখারী ৫৬৪৮, ৫৬৪৭, ৫৬৬০, ৫৬৬১, ৫৬৬৭ মুসলিম ২৫৭১, আহমাদ ৩৬১১, ৪১৯৩, ৪৩৩৩, দারেমী ২৭৭১
তাহক্বীক শায়খ নাসির উদ্দিন আলবানীঃ সহীহ