صحيح الجامع الصغير وزيادته
Sahihul Jami
সহীহুল জামি
صحيح الجامع الصغير وزيادته (3)
3 - «آخر من يحشر راعيان من مزينة يريدان المدينة ينعقان بغنمهما فيجدانها وحشا حتى إذا بلغا ثنية الوداع خرا على وجوههما» .
تحقيق الشيخ ناصر الدين الألباني:
(صحيح) … [ك] عن أبي هريرة. الصحيحة 683.
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, সবশেষে যাদের হাশরের ময়দানে একত্র করা হবে, তারা হলো মুযাইনাহ গোত্রের দুজন রাখাল। তারা তাদের ছাগল/ভেড়াকে হাঁকাতে হাঁকাতে মদীনার দিকে আসার চেষ্টা করবে। কিন্তু তারা মদীনাকে জনমানবশূন্য (বা বন্যপ্রাণীদের দখলে) দেখতে পাবে। অবশেষে যখন তারা 'ছানিয়াতুল ওয়াদা' নামক স্থানে পৌঁছাবে, তখন তারা উপুড় হয়ে মুখ থুবড়ে পড়ে যাবে।