الحديث


صحيح الجامع الصغير وزيادته
Sahihul Jami
সহীহুল জামি





صحيح الجامع الصغير وزيادته (55)


55 - «أتاكم شهر رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين وفيه ليلة هي خير من ألف شهر من حرم خيرها فقد حرم»
(صحيح) … [حم، ن، هب] عن أبي هريرة. المشكاة 1962.




অনুবাদঃ আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “তোমাদের কাছে রমযান মাস এসেছে, এটি বরকতময় মাস। আল্লাহ তোমাদের উপর এর সিয়াম (রোযা) ফরয করেছেন। এতে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং অবাধ্য শয়তানদের শিকলবদ্ধ করা হয়। আর এতে এমন একটি রাত আছে, যা এক হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সত্যিই বঞ্চিত হলো।”