الحديث


ضعيف الجامع الصغير وزيادته
Daiful Jami
দ্বইফুল জামি





ضعيف الجامع الصغير وزيادته (43)


43 - أبعدوا الآثار إذا ذهبتم للغائط وأعدو النبل واتقوا الملاعن لا يتغوط أحدكم تحت شجرة ينزل تحتها أحد ولا عند ماء يشرب منه فيدعون الله عليكم
(عب) عن الشعبي مرسلا.



تحقيق الشيخ ناصر الدين الألباني: (ضعيف)
‌‌




অনুবাদঃ আশ-শা'বি থেকে বর্ণিত, (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:) যখন তোমরা পায়খানায় যাও, তখন (মলত্যাগের) চিহ্নসমূহ দূরে রাখবে এবং (ইস্তিঞ্জার জন্য) কাঁকর প্রস্তুত রাখবে। আর তোমরা অভিশাপের স্থানগুলো (যে কারণে লোকে অভিশাপ দেয়) এড়িয়ে চলবে। তোমাদের কেউ যেন এমন কোনো গাছের নিচে মলত্যাগ না করে, যেখানে লোকেরা ছায়া বা বিশ্রামের জন্য অবস্থান করে, আর না এমন কোনো পানির কাছে, যেখান থেকে পান করা হয়। (যদি তা তা করো) তবে তারা তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদ-দোয়া করবে।