الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (105)


105 - عن كبشة بنت كعب بن مالك - وكانت تحت ابن أبي قتادة - : أنَّ أبا قتادة دخل عليها، فسكبت له وَضوءًا، فجاءت هرّة تشربُ، فأصغى أبو قتادة الإناء فشربت منه، قالت كبشة: فرآني أَنظر إليه، قال: أتعجبين يا ابنة أخي؟! فقلت: نعم، فقال: إنَّ رسول الله صلى الله عليه وسلم قال: `إنَّها ليست بنجَس، إنَّما هي من الطوّافين عليكم أو الطوّافات`.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - `الإرواء` (173)، `صحيح أبي داود` (




অনুবাদঃ কাবশাহ বিনতে কা’ব ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত— যিনি আবূ ক্বাতাদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর পুত্রের স্ত্রী ছিলেন— তিনি বলেন, একদিন আবূ ক্বাতাদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর নিকট প্রবেশ করলেন। তিনি তাঁর জন্য ওযূর পানি ঢেলে দিলেন। অতঃপর একটি বিড়াল এসে সেই পানি পান করতে চাইল। আবূ ক্বাতাদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) পাত্রটি বিড়ালের দিকে ঝুঁকিয়ে দিলেন, ফলে সে তা থেকে পান করল।

কাবশাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, তিনি আমাকে তাকিয়ে থাকতে দেখলেন। তিনি বললেন, ‘হে আমার ভ্রাতুষ্পুত্রী! তুমি কি এতে আশ্চর্য বোধ করছো?’ আমি বললাম, ‘হ্যাঁ’। তখন তিনি বললেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিশ্চয় এটি (বিড়াল) নাপাক নয়। বরং এটি তোমাদের আশেপাশে সর্বদা ঘোরাফেরাকারী প্রাণীসমূহের অন্তর্ভুক্ত।’