صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
128 - عن جبير بن نفير : أنَّ أبا جبير الكندي قدم على رسول اللهِ صلى الله عليه وسلم، فأمر له رسول الله صلى الله عليه وسلم بوَضوء، قال: `توضأ يا أبا جبير! `. فبدأ بفيه، فقال له رسول الله صلى الله عليه وسلم: `لا تبدأ بفيك؛ فإن الكافرَ يبدأ بفيه`. ثمَّ دعا رسول الله صلى الله عليه وسلم بِوَضوء، فغسلَ يديه حتى أنقاهما، ثم تمضمض واستنثر، ثم غسل وجهه ثلاثًا، ثم غسل يده اليمنى إلى المرفقِ ثلاثًا، ثمَّ غسلَ يده اليسرى إلى المرفق ثلاثًا، ثمَّ مسح برأسه، وغسل رجليه.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `الصحيحة` (2820).
অনুবাদঃ জুবাইর ইবনু নুফায়র (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, নিশ্চয় আবু জুবাইর আল-কিন্দী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য ওযূর ব্যবস্থা করতে বললেন এবং বললেন, "হে আবু জুবাইর! তুমি ওযূ করো।"
অতঃপর তিনি (আবু জুবাইর) তাঁর মুখমণ্ডল দিয়ে শুরু করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, "তুমি তোমার মুখমণ্ডল দিয়ে শুরু করো না; কারণ কাফির মুখমণ্ডল দিয়ে শুরু করে।"
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযূর পানি চাইলেন। অতঃপর তিনি তাঁর উভয় হাত ধৌত করলেন যতক্ষণ না সেগুলোকে পরিষ্কার করলেন, এরপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে ঝেড়ে ফেললেন, অতঃপর তাঁর মুখমণ্ডল তিনবার ধৌত করলেন, এরপর ডান হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করলেন, তারপর বাম হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করলেন, এরপর মাথা মাসাহ করলেন এবং তাঁর উভয় পা ধৌত করলেন।