الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (2024)


2024 - عن مالك بن الحويرث، قال : صَعِدَ رسولَ اللهِ صلى الله عليه وسلم المنبر، فلما رَقيَ عتبةً قال: `آمين`، ثمَّ رَقِيَ [عتبة] أُخرى فقال: `آمين`، ثمَ رَقيَ عتبةً ثالثة فقال: `آمين`، ثم قالَ: `أَتاني جبريل فقال: يا محمدُ! من أَدَرك رمضان فلم يُغفرْ له؛ فأَبعده الله، فقلت: آمين! قال : ومن أَدرك والديه أَو أَحدَهما فدخلَ النّار؛ فأَبعده الله، فقلت: آمين! [فـ]ـقال : ومن ذُكِرْتَ عنده فلم يصل عليكَ؛ فأَبعده الله، قل: آمين، فقلت: آمين! `.


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - `التعليق الرغيب` (2/ 66 و 283).




অনুবাদঃ মালিক ইবনুল হুয়াইরিস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন। যখন তিনি প্রথম ধাপে উঠলেন, তখন বললেন, ‘আমিন’। এরপর যখন তিনি অন্য (দ্বিতীয়) ধাপে উঠলেন, তখন বললেন, ‘আমিন’। অতঃপর যখন তিনি তৃতীয় ধাপে উঠলেন, তখন বললেন, ‘আমিন’।

এরপর তিনি বললেন, আমার নিকট জিবরীল (আঃ) এসেছিলেন এবং বললেন: ‘হে মুহাম্মাদ! যে ব্যক্তি রমাদান মাস পেল, কিন্তু তার (পাপ) ক্ষমা করা হলো না— আল্লাহ তাকে (তাঁর রহমত থেকে) দূরে সরিয়ে দিন।’ তখন আমি বললাম, ‘আমিন!’

তিনি (জিবরীল আঃ) বললেন: ‘আর যে ব্যক্তি তার বাবা-মা উভয়কে অথবা তাদের একজনকে জীবিত পেল, অতঃপর (তাদের খেদমত না করার কারণে) জাহান্নামে প্রবেশ করল— আল্লাহ তাকে দূরে সরিয়ে দিন।’ তখন আমি বললাম, ‘আমিন!’

তিনি বললেন: ‘আর যার নিকট আপনার নাম উল্লেখ করা হলো, কিন্তু সে আপনার উপর দরূদ পড়ল না— আল্লাহ তাকে দূরে সরিয়ে দিন। আপনি বলুন, আমিন।’ তখন আমি বললাম, ‘আমিন!’