صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
صحيح موارد الظمآن (2089)
2089 - عن أَبي موسى الأَشعري، قال: قال رسول الله صلى الله عليه وسلم: `أَلا إنَّ الدينار والدرهم أَهلكا من كانَ قبلَكم، وهما مُهلكاكم`].
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `الصحيحة` (1703).
অনুবাদঃ আবু মূসা আল-আশআরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: সাবধান! নিশ্চয়ই দিনার (স্বর্ণমুদ্রা) এবং দিরহাম (রৌপ্যমুদ্রা) তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করেছে, আর এ দুটোই তোমাদেরও ধ্বংসকারী।