صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
صحيح موارد الظمآن (2113)
2113 - عن أَبي هريرة، عن النبيّ صلى الله عليه وسلم، فيما يروي عن ربه جلّ وعلا، أنّه قال: `وعزتي لا أَجمعُ على عبدي خوفين وأَمنين، إِذا خافني في الدنيا أَمَّنته يومَ القيامة؛ وإِذا أمِنَني في الدنيا؛ أَخَفْتُهُ يومَ القيامة`.
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - `الصحيحة` (742).
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করে বলেন:
আল্লাহ তাআলা বলেছেন: ’আমার ইজ্জতের কসম, আমি আমার বান্দার উপর দুই প্রকার ভয় ও দুই প্রকার নিরাপত্তা একত্র করব না। সে যখন দুনিয়ায় আমাকে ভয় করবে, তখন কিয়ামতের দিন আমি তাকে নিরাপত্তা দেব; আর যখন সে দুনিয়ায় আমাকে (আমার শাস্তি) থেকে নিরাপদ মনে করবে, তখন কিয়ামতের দিন আমি তাকে ভীত-সন্ত্রস্ত করে তুলব।’