صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন
2154 - عن طلحة بن عَمْرٍو، قال : كانَ الرَّجلُ إِذا قدمَ المدينة؛ فإنْ كانَ له - يعني: بها - عريف نزلَ على عريفِه، وإن لم يكن له بها عريف نزل الصفّة، قال: فكنتُ ممّن نزل الصفّة، قال: فوافقت رجلاً، فكان يُجري علينا من رسولِ الله صلى الله عليه وسلم كلَّ يوم مدًّا من تمر [بينَ] رجلين، فسلّم ذات يوم من الصلاة، فناداه رجلَ منّا فقال: يا رسولَ اللهِ! قد أَحرَقَ التمرُ بطوننا، قال: قام النبيّ صلى الله عليه وسلم إِلى منبره، [فَصَعِدَ] فحمد الله وأَثنى عليه، ثمَّ ذكر ما لَقيَ من قومِه، [قال]: `حتّى مكثتُ [أنا] وصاحبي بضعةَ عشرَ يومًا، ما لنا طعام إِلا البَرير - والبرير: ثمر الأَراك -، حتّى قدمنا على إِخواننا من الأنصار، وعُظْم طعامهم التمر، فواسونا فيه، والله لو أَجِدُ لكم الخبزَ واللحمَ لأَطعمتكموه، ولكن لعلّكم تدركون زمانًا - أو من أَدركه منكم - يَلْبسون فيه مثل أَستار الكعبة، ويُغدَى عليهم بالجفان ويُراح` .
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `الصحيحة` (2486).
অনুবাদঃ তালহা ইবনু আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
কোনো ব্যক্তি যখন মদিনায় আসত, তখন সেখানে যদি তার কোনো ‘আরিফ’ (নেতা বা পরিচিত আশ্রয়দাতা) থাকত, তবে সে তার সেই ‘আরিফ’-এর কাছে আশ্রয় নিত। আর যদি সেখানে তার কোনো ‘আরিফ’ না থাকত, তবে সে সুফ্ফাতে (মসজিদের চত্বরে) অবস্থান করত। বর্ণনাকারী বলেন, আমি তাদেরই অন্তর্ভুক্ত ছিলাম যারা সুফ্ফাতে অবস্থান করত।
আমি এক ব্যক্তির সাথে যুক্ত হলাম, যিনি আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পক্ষ থেকে প্রতিদিন দুইজনের জন্য এক ‘মুদ’ পরিমাণ খেজুর (খাবার হিসেবে) দিতেন। একদিন তিনি (নবী সাঃ) সালাত শেষে সালাম ফিরালেন। তখন আমাদের মধ্য থেকে এক ব্যক্তি তাঁকে ডেকে বলল, “ইয়া রাসূলাল্লাহ! খেজুর আমাদের পেট জ্বালিয়ে দিয়েছে (অর্থাৎ শুধু খেজুর খেয়ে থাকতে পারছি না)।”
(বর্ণনাকারী) বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মিম্বারের দিকে উঠে গেলেন, তারপর তাতে আরোহণ করলেন। তিনি আল্লাহ তাআলার প্রশংসা ও গুণগান করলেন। অতঃপর তিনি নিজের গোত্রের পক্ষ থেকে যে কষ্টের সম্মুখীন হয়েছিলেন, তা উল্লেখ করলেন এবং বললেন, "(ইসলামের প্রথম দিকে) আমি ও আমার সঙ্গী দশেরও কিছু বেশি দিন এমনভাবে কাটালাম যে, ’বারীর’ (আরাক গাছের ফল) ছাড়া আমাদের আর কোনো খাবার ছিল না। অবশেষে আমরা আমাদের আনসার ভাইদের কাছে আগমন করলাম। তাদের প্রধান খাদ্য ছিল খেজুর, আর তাঁরা আমাদের সেই খেজুর দিয়ে সাহায্য করেছিলেন। আল্লাহর শপথ! আমি যদি তোমাদের জন্য রুটি ও গোশত পেতাম, তবে অবশ্যই তোমাদের তা খাওয়াতাম। তবে হয়তো তোমরা এমন এক যুগ পাবে – অথবা তোমাদের মধ্যে যারা পাবে – যখন তারা কাবা ঘরের পর্দার মতো (উন্নত) পোশাক পরিধান করবে এবং তাদের কাছে সকাল-সন্ধ্যায় বড় বড় পাত্র ভরে খাবার নিয়ে যাওয়া হবে।"