الحديث


صحيح موارد الظمآن
Sahih Mawariduz Zam`an
সহীহ মাওয়ারিদুয-যাম-আন





صحيح موارد الظمآن (84)


84 - عن المقدامِ بن معدي كرب عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: `إني أوتيتُ الكتابَ وما يعدله، يوشك شبعانُ على أريكته أن يقول: بيني وبينكم هذا الكتاب، فما كانَ [فيه] من حلال أحللناه، وما كانَ فيه من حرام حرّمناه! ألا وإنّه ليس كذلك` .


تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `الصحيحة` (2869)، `المشكاة` (163).




অনুবাদঃ মিকদাদ ইবনু মা’দী কারিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

"নিশ্চয়ই আমাকে কিতাব (আল-কুরআন) দেওয়া হয়েছে এবং এর সমতুল্য বিষয়ও (সুন্নাহ)। অচিরেই এমন সময় আসবে যখন একজন পরিতৃপ্ত ব্যক্তি তার আরামদায়ক আসনে হেলান দিয়ে বলবে: ’আমার ও তোমাদের মাঝে এই কিতাবই (কুরআন) যথেষ্ট। সুতরাং, এর মধ্যে যা কিছু হালাল পাওয়া যাবে, আমরা কেবল সেটাই হালাল মনে করব, আর এর মধ্যে যা কিছু হারাম পাওয়া যাবে, আমরা কেবল সেটাই হারাম মনে করব।’ সাবধান! নিশ্চয়ই বিষয়টি এমন নয়।"