الحديث


خلق أفعال العباد للبخاري
Khalqu Afalil Ibad lil Bukhari
খালক্বু আফআলিল ইবাদ লিল বুখারী





خلق أفعال العباد للبخاري (38)


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ عَاصِمٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبِرْنِي بِشَيْءٍ أَقُولُهُ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ، قَالَ: «قُلِ اللَّهُمَّ , عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ , فَاطِرَ السَّموَاتِ وَالْأَرْضِ , رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ» حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا شُعْبَةُ وَسَاقَ الْحَدِيثَ




অনুবাদঃ আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। নিশ্চয় আবূ বকর সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন, আমাকে এমন একটি জিনিস বলে দিন যা আমি সকালবেলা এবং সন্ধ্যাবেলা বলবো। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: "তুমি বলো: 'আল্লা-হুম্মা, আ-লিমাল গাইবি ওয়াশ-শাহা-দাতি, ফা-ত্বিরাস সামা-ওয়াতি ওয়াল আরদ্বি, রব্বা কুল্লি শাইয়িন ওয়া মালীকাহু, আশহাদু আল লা- ইলা-হা ইল্লা- আংতা। আ'ঊযু বিকা মিন শাররি নাফসী ওয়া শাররিশ শায়ত্বা-নি ওয়া শিরকিহি' (অর্থাৎ: হে আল্লাহ, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সবকিছুর প্রতিপালক ও অধিপতি! আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি আপনার কাছে আশ্রয় চাই আমার আত্মার অনিষ্ট থেকে এবং শয়তানের অনিষ্ট ও তার শিরক (অংশীদারিত্ব প্রতিষ্ঠা) থেকে)। আর যখন তুমি তোমার শয্যা গ্রহণ করবে (শোয়ার জন্য প্রস্তুত হবে), তখনও (এটি বলবে)।" (অন্য এক সূত্রে) সাঈদ ইবনুর রাবী’ আমাদের কাছে বর্ণনা করেছেন, শু‘বাহ আমাদের কাছে হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি হাদীসটি পূর্ণাঙ্গরূপে বর্ণনা করেছেন।