جزء القراءة خلف الإمام للبخاري
Juzul Qiraat Khalfal Imaam lil Bukhari
জুযউল কিরাআত খালফাল ইমাম লিল বুখারী
جزء القراءة خلف الإمام للبخاري (78)
78 - وقَالَ عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرِيجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ: «إِذَا كَانَ الْإِمَامُ يَجْهَرُ فَلْيُبَادِرْ بِقِرَاءَةِ أُمِّ الْقُرْآنِ أَوْ لِيَقْرَأْ بَعْدَمَا يَسْكُتُ فَإِذَا قَرَأَ فَلْيُنْصِتْ كَمَا قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ»
অনুবাদঃ আতা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, যখন ইমাম উচ্চস্বরে ক্বিরাআত করেন, তখন সে যেন দ্রুত উম্মুল কুরআনের (সূরা ফাতিহার) ক্বিরাআত শেষ করে নেয়, অথবা ইমাম নীরব হলে ক্বিরাআত করে। অতঃপর যখন (ইমাম) ক্বিরাআত করেন, তখন সে যেন নীরব থাকে (মনোযোগ সহকারে শোনে), যেমনটি মহান ও পরাক্রমশালী আল্লাহ্ বলেছেন।
[নোটঃ AI দ্বারা অনূদিত]